ডেঙ্গু সচেতনতায় দেওয়ালে দেওয়ালে কার্টুন আঁকা হচ্ছে নিউ বারাকপুর পুরসভায়।মানুষকে সচেতন করতে এভাবে দেওয়াল লিখন চলছে পুরসভার পক্ষ থেকে।বর্ষা নামতেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে।কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসতের কাজিপাড়ায় ডেঙ্গু আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে।বনগাঁর আকাইপুর পঞ্চায়েতের ব্যাসপুর গ্রামে এক মহিলার মৃত্যু হয়েছে সম্প্রতি। ডেঙ্গু মোকাবিলায় তাই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে, আবার সচেতনতার প্রচারে দেওয়ালে কার্টুন আঁকানো হয়েছে।
জানা গিয়েছে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ছিল ১৮। এবার সংখ্যাটি দুই। যদিও তাঁরা সুস্থ। তবে আক্রান্তের সংখ্যা কম হলেও বাড়ি বাড়ি সমীক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে দেওয়াল লিখন চলছে জোরকদমে।সেখানে ডেঙ্গু মশার ছবি, ফেলে রাখা পাত্রে জল, রুখতে মশার বাড়াবাড়ি ব্যবহার করব মশারি প্রভৃতি নানাবিধ ছড়া ও ছবি দেওয়ালে এঁকে মানুষকে বোঝানোর কাজ চলছে। পাশাপাশি শহরে ২০ টি ওয়ার্ডে ডেঙ্গি বাড়বাড়ন্ত রুখতে ফ্লেক্সে হোডিং ব্যানার লাগিয়ে ও সচেতনতার ওপর বিশেষ জোর হয়েছে সর্বত্র। পুরসভার ১২নং ওয়ার্ডের পুর প্রতিনিধি সুদীপ ঘোষ জানিয়েছেন জেলা জুড়ে ডেঙ্গির প্রকোপ বাড়লেও নিউ বারাকপুর পুরসভা যথেষ্ট সচেতন ও সর্তকতা অবলম্বনে পুরসভার ডেঙ্গি ভেক্টর কন্ট্রোল টিম সর্বত্র মাঠে নেমে জোরকদমে কাজ করছে। চলছে সাফাই ও পরিচ্ছন্নতা অভিযানও। কোথায় জল জমতে দেওয়া যাবে না বিশেষ করে বাড়িতে ফুলের টবে নর্দমায় ড্রেনে জল সর্বত্র তদারকি ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =