চলতি মাসের ১১ তারিখ নিমতার আলিপুরের বাসিন্দা বছর ৪৩-এর নির্মল বিশ্বাস উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে পর্বতারোহণের জন্য রওনা দেন। শুক্রবারই নির্মল বাবুর পরিবার মৃত্যুর সংবাদ পান।নির্মল বাবুর বোন জানান, গত ১৯ তারিখ তার দাদার মৃত্যু হয়।গতকাল তার মৃত্যুর সংবাদ পান।প্রচণ্ড তুষার ঝড়ের কারণে তার দাদার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পারেন। পেশায় ট্রাভেল এজেন্ট নির্মল বাবুর শখ ছিল পাহাড় জয়।এর আগেও বেশ কয়েকটি শৃঙ্গ জয় করেছেন।এবার পাড়ি দিয়েছিলেন অন্যতম কঠিন শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে।কিন্তু শৃঙ্গ জয়ের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিমতার বাসিন্দা। শোকে বিহ্বল গোটা বিশ্বাস পরিবার থেকে পাড়া প্রতিবেশী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =