নিখোঁজ ব্যাক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার,গ্রেপ্তার তিন
৫ দিন ধরে নিখোঁজ থাকার পরে এক ব্যাক্তির পঁচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সালানপুর থানার জেমারি এলাকায়।শুক্রবার মধ্য রাতে কালীপাথর এনটিপিসির পাইপ লাইনের কাশিডাঙ্গার জঙ্গলের মধ্যে এক গর্তের ভিতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হয় নিখোঁজ ব্যাক্তি রাজেশ বাউরির দেহ।এই ঘটনায় দুই মহিলা সহ এক জন পুরুষকে গ্রেপ্তার করেছে সালানপুর থানার পুলিশ।
রাজেশ বাউরির পরিবার সূত্রে জানা গেছে গত ২৫ জুলাই বাড়ি থেকে গাড়ি সারাবার নাম করে বেরিয়ে আর বাড়ি আসেনি রাজেশ।পরের দিন তার স্ত্রী বন্দনা বাউরি সালানপুর থানায় অভিযোগ করে।তারপরেও পুলিশ রাজেশের কোনও খোঁজ দিতে পারেনি।এরপরে পরিবারের সন্দেহ জেরে পুলিশ দুই মহিলা সহ একজনকে আটক করে। ধৃতদের নাম অমিত বাউরি, ভাদু বাউরি,পদাবতী সোরেন (তালা )। তাদেরকে টানা জেরা করার পর ওই তিনজন স্বীকার করে তারাই রাজেশ বাউরিকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করেছে।তারপর দেহ বস্তায় ভরে মাটিতে পুঁতে দিয়েছিল।মোটর সাইকেলটি পরিত্যক্ত চানকে ফেলে দেয়। এরপরে ধৃত তিনজনকে নিয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। যদিও এখনও বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি।পুলিশের অনুমান অতীতের প্রেমের জেরে এই ঘটনা ও জমিজমা বিক্রির টাকা নিয়ে অশান্তির কারনেই এই খুন।ধৃতদের তদন্তের স্বার্থে পুলিশের তরফে পুলিশি হেফাজতের আর্জি জানানো হবে।কী কারণে এই খুন বা কে কে এই ঘটনায় জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।