নিখোঁজ শিশুকন্যার পুকুর থেকে মৃতদেহ উদ্ধার
বসিরহাট মহকুমা হাড়োয়া থানা হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মিয়াপাড়া গ্রামের ঘটনা। ১০, বছরের শিশু কন্যা জাহানারা খাতুন খেলা করতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তারা বাচ্চাটিকে জলে ভেসে থাকতে দেখে সঙ্গে সঙ্গে হাড়োয়া থানায় খবর দেয় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে শিশু কন্যার মৃত্যুতে মিয়াপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার ঘটনার তদন্ত শুরু করেছে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ যদিও পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে ঠিক কি কারণে ওই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।