জানা যায় গতকাল রাতে মহরম দেখে আসার পরে রাত্রে নিজের ঘরেই ঘুমিয়ে পড়ে ওই গৃহবধূ। সকালে পরিবারের লোকজন দেখে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের দাবি ওই গৃহবধূকে তার স্বামী হত্যা করে পালিয়েছে। মৃত গৃহবধূর নাম সোনালী খাতুন এর বয়স ২২ বছর। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার সুজাপুর এলাকায়। মৃতদেহটি জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
