নিজের নিরাপত্তার কথা না ভেবেই ফের স্কুটি চালিয়ে একাই পৌঁছে গেলেন ছট পুজোয় মন্ত্রী বিরবাহা।
ভোটে জিতে মন্ত্রী হবার পর বিরবাহাকে দেখা গিয়েছিল স্কুটিতে করে একটি রক্তদান শিবিরে যোগ দিতে। সঙ্গে ছিলেন বোন বুরুনুকাই।ফের আবার দেখা গেল মন্ত্রীকে স্কুটিতে করে গিয়ে ছট পুজোয় যোগ দিতে, তবে এবার একাই।এদিন বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ মন্ত্রী বিরবাহা হাঁসদা ঝাড়গ্রাম সার্কাস ময়দানে ছট পুজোয় যোগ দেন। শুধু তাই নয় সাধারণ মানুষের সাথে পুজোও দেন তিনি। মন্ত্রীর হঠাৎ আসায় এলাকার মানুষ যেমন অবাক হয়েছেন তেমনই উৎসবের দিনে কাছে পেয়ে খুশি।বিরবাহা হাঁসদা
রাজ্যের বনপ্রতিমন্ত্রী তো ছিলেনই পাশাপাশি গত দুদিন আগেই তাকে দেওয়া হয়েছে আরো একটা দপ্তরের প্রতি মন্ত্রীর দায়িত্ব।তিনি এখন বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী।
