নিজের বাড়ির সামনে থেকে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
নিজের বাড়ির সামনে থেকে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার গোবরাপুর কেউটিপাড়া এলাকার ঘটনা। শনিবার রাতে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় মোহর গোলদার নামে ৪৫ বছরের এক ব্যক্তির । পরিবারের অনুমান পরিবারিক অশান্তির জেরে মোহর গোলদারেরে বড় ছেলে আশানুর গোলদার এই ঘটনা ঘটিয়েছে । পরিবারের দাবি মোহর গোলদার অত্যাধিক পরিমাণে নেশা করতেন৷ সেই কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকত। শনিবার রাত দশটা নাগাত পারিবারিক অশান্তি চরমে পৌঁছালে তার স্ত্রী বাড়ি ছেড়ে ছোট বৌমা কে নিয়ে পাশের বাড়িতে চলে যায় । প্রতিবেশীদের মুখে তিনি শুনতে পান বাড়ির সামনে আগুন জ্বলছে বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান তার স্বামী অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছে । বনগাঁ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে । পরিবারের বক্তব্য বড় ছেলে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ তদন্ত করে সঠিক ঘটনা উত্থাপন করছে।