নিজের মাথার চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াবেন স্কুল ছাত্রী। স্কুল ছাত্রীর নাম মেঘনা মুখার্জি ক্লাস নবম শ্রেণীর ছাত্রী ইংরেজবাজার শহরের চিন্তামণি চমৎকার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ওই ছাত্রীর বাবা সুবীর মুখার্জি হরিশ্চন্দ্রপুর তুলসি হাট্টার ব্যাংক ম্যানেজার পদে কর্মরত। মা শম্পা মুখার্জি গৃহবধূ। ইংরেজবাজার শহরের মহেশমাটি এলাকায় তাদের বাড়ি। ছাত্রী মেঘনা তার চুলের ১২ ইঞ্চি কেটে খড়্গপুরের হেয়ার ডোনেশন ক্যাম্পে দান করলেন। খড়গপুর হেয়ার ডোনেশন ক্যাম্পে তারা দীর্ঘদিন ধরে এই ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে কাজ করে যাচ্ছেন। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের একটি মহিলার সেলুনে গিয়ে তিনি তার চুল কাটেন। সাথী ছিলেন তার মা শম্পা মুখার্জি।

ছাত্রী মেঘনা মুখার্জী জানান দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত রোগীদের দুঃখ দুর্দশা কথা ভেবেছি তার পরেই থেকেই চুলদাড়ি সিদ্ধান্ত নিয়েছি আজকে চুল দান করে খুব ভালো লাগছে আমি চাই আমার মত আগামী দিনে যুবসমাজ ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 3 =