নিম্নচাপের কারণে গত দুদিন ধরে বীরভূম এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জলাধার থেকে শুরু করা হয়েছে জল ছাড়ার কাজ। সেইমতো মঙ্গলবার সন্ধ্যা থেকেই জল ছাড়া শুরু হয়েছে ময়ূরাক্ষী ব্যারেজে। মঙ্গলবার রাতে ময়ুরাক্ষী তিলপাড়া ব্যারেজ থেকে ৭.৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে রাত্রি সাড়ে নটার সময়। চলতি বছর বর্ষার মরশুমে বৃষ্টি না হওয়ায় সেই ভাবে জলাধারে জল না জমলেও দুদিনের এই বৃষ্টিতে জল জমতে শুরু করেছে এবং এখানকার জলের উচ্চতা পৌঁছায় ২০৫.৭০ ফুটে। এরপরই জল ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এবং রাত্রি সাড়ে নটার সময় ৭.৫ হাজার কিউসেক জল ছাড়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 13 =