নিম্নচাপের জেরে রবিবার থেকে শুরু বৃষ্টি ,দীঘা উপকূলে ঝোড়ো হাওয়া।
রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনাল কথা আগেই ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। রবিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। তার সাথে বইবে ঝোড়ো হাওয়া।দীঘার উপকূলে বইছে ঝোড়ো হওয়া। চলছে প্রবল বৃষ্টি। উত্তাল সমুদ্র সৈকতে চলছে পুলিশের নজরদারি। সমুদ্র স্নানে পর্যটকদের বাধা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। কার্যত হোটেলেই বন্দি পর্যটকগণ।উৎস পর্যটকরা দীঘার সমুদ্রের ধারে ছাতা মাথায় ঢেউ উপভোগ করছেন। জেলা প্রশাসন তৎপর রয়েছে এবং পর্যটকদের সতর্ক করছেন। গভীর সমুদ্রের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।