নিম্নমানের রাস্তার প্রতিবাদে কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের বিক্ষোভ।
নদীয়ার কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীন সাহেব বাগান এলাকায় নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে আজ সোমবার গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়।গ্রামবাসীদের অভিযোগ, কল্যাণী থেকে মদনপুর যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তার ২ দশমিক ৬৪ কিলোমিটার অঞ্চলে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার কোনরকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে রাস্তা তৈরি করছে বলে অভিযোগ। রাস্তায় যেখানে যে পরিমাণ সামগ্রী দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এরই প্রতিবাদে গ্রামবাসীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন।
