নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পান বোঝাই গাড়ি, আহত ৩।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির সাউরি এলাকায়।ঘটনায় জানা যায় পূর্ব মেদিনীপুরের পানিপারুল থেকে পান বোঝাই করে উত্তরপ্রদেশের বেনারস যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির সাউরি এলাকাতে চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে যায় ট্রাকটি।আর এই ঘটনায় চালক খালাসি সহ এক ব্যবসায়ী মোট ৩ জন আহত হন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। উদ্ধার কাজ চলছে।