নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ডাম্পার
নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ভেঙ্গে ঢুকে পরল ডাম্পার। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি দোহালিয়া বাইপাশ এলাকায়। ঘটনায় আহত হয়েছে ডাম্পারের চালক সহ সহকারী। ডাম্পারের চালক ঘুমিয়ে পরায় দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। এদিন কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কে ওই ডাম্পারটি যাওয়ার সময় প্রথমে একটি বিদুৎ-এর খুঁটিতে ধাক্কা মেরে সোজা একটি হার্ডওয়ারের দোকানে ঢুকে যায়। যদিও সেই সময় দোকান খোলা না থাকায় হতাহতের কোনও খবর নেই, তবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । কান্দি থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।