নিয়োগের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলেন প্রাইমারি টেট পাস যুবক-যুবতীরা
বহরমপুরে নিয়োগের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলেন প্রাইমারি টেট পাস যুবক-যুবতীরা। বৃহস্পতিবার বহরমপুর শহরে রাজপথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে জেলার প্রায় ৪০০ জন প্রাইমারি টেট উত্তীর্ণ যুবক যুবতী। আন্দোলনকারীদের বক্তব্য লক্ষ লক্ষ টাকা দুর্নীতির নিচে তাদের মেধা স্বপ্ন সব শেষ হয়ে গেছে। শিক্ষা ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছেন বলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অবিলম্বে ২০১৪ সালের প্রাইমারি টেট উর্তীর্ন দের নিয়োগের দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন মুর্শিদাবাদ জেলার টেট পাস যুবক যুবতীরা।