নির্বাচন শেষ হতেই মিল বন্ধের নোটিশ।
শনিবারই চতুর্থ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে।সেই তালিকায় ছিল হাওড়া জেলা। কিন্তু ভোট গ্রহণ শেষ হতে না হতেই হাওড়া ঘুসুড়ি হনুমান জুটমিলে ঝুলিয়ে দেওয়া হল মিল বন্ধের নোটিশ।রবিবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান বন্ধের নোটিশ টাঙানো।প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত এই মিলে।এই নোটিশ দেখার পরই গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ওই আড়াই হাজার শ্রমিক।তৃণমূল কংগ্রেস ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, ইচ্ছা করে মিলটি বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।তৃণমূল কংগ্রেসের ইউনিয়নকে বদনাম করার জন্যই এই চক্রান্ত।অপরদিকে শ্রমিক পক্ষ জানান,হনুমান জুটমিলে প্রোডাকশন ভালোই হতো।মালিকপক্ষ থেকে বলা হয়,কাঁচা মালের অভাব দেখে মালিকপক্ষ মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।মিল বন্ধ হওয়ায় কার্যত হতাশায় ভুগছেন শ্রমিকরা।