নির্মম বর্বরতা ,সাংবাদিকদের থানায় ডেকে নিয়ে গিয়ে বিবস্ত্র করে নির্মম অত্যাচার।
ঘটনা মধ্যপ্রদেশের সিধি জেলার।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিই ভাইরাল হয়েছে। শুধু সাংবাদিক নন, একইভাবে অর্ধনগ্ন করে আরও অন্তত ৭ জনকে হেনস্তার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।ঘটনার সূত্রপাত,নাট্য সমিতির পরিচালক থিয়েটার কর্মী নীরজ কুন্দরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ফেসবুকে নাম ভাঁড়িয়ে বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন। পুলিশ নীরজকে গ্রেফতার করায় থানায় গিয়ে প্রতিবাদ জানান নাট্যকর্মী ও স্থানীয় সাংবাদিকরা। এরপরই পুলিশি নিগ্রহের শিকার হন তাঁরা। থানায় বিবস্ত্র করে সাংবাদিকদের নির্মম অত্যাচার করা হয়।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে টুইটে গর্জে উঠেছেন। তাঁর মন্তব্য, ”এটাই আচ্ছে দিন, এটাই নতুন ভারত। প্রতিবাদ করলেই নেমে আসছে নিষ্ঠুর অত্যাচার। লজ্জা!” এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির নামও তিনি উল্লেখ করেছেন টুইটে।
