নির্মিয়মান মেডিকেল কলেজ এ কাজ করার সময় দুর্ঘটনা।।
ঘটনাটি ঘটে হুগলির আরামবাগ হাসপাতাল এলাকায়।।ঘটনাস্থলে আহত হয় ৩ জন শ্রমিক। জানা গেছে, আরামবাগ হাসপাতাল এলাকায় গত কয়েকমাস ধরে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। আর সেই ভবন নির্মানের কাজ করছিল শ্রমিকরা।। প্রত্যক্ষদর্শীদের মতে এদিন সকালেও কাজ করার সময় বাড়ি একটি অংশ ধসে পড়ে উপর থেকে নিচে পড়ে যায় কর্মরত তিন শ্রমিক।। এদেরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।। আহতরা হল বীরভূম জেলার মহেশপুরের বাসিন্দা রতন হাঁসদা,বাড়ি পূর্ব বর্ধমান জেলার গুসকরার বাসিন্দা বাদল বেপারি ও পূর্ব বর্ধমানের ওরগ্রামের বাসিন্দা সুকুমার ঘোষ।। সুকুমারের অবস্থা আশঙ্কাজনক।।