নির্যাতিতার পাড়ায় বয়কট রাখী বন্ধন, দোষীরা শাস্তি না পেলে হবে না রাখী বন্ধন।প্রতিবেশীদের দাবি ,সোদপুর নাটাগড় এর বাসিন্দা ছিলেন নিহত এই চিকিৎসক। প্রতি বছর নিয়ম করেই নাটাগড় অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন সপরিবারে। ফলত আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার এই নৃশংস হত্যা মেনে নিতে পারছেন এলাকাবাসিরা। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন আসল দোষীরা যতক্ষণ শাস্তি না পায় ,এই বছর সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখবেন তারা। এমনকি আজও বন্ধ করে দেওয়া হলো পাড়ায় রাখী বন্ধন উৎসব।
দোষীরা শাস্তি পেলে অকাল রাখী বন্ধন উৎসব হবে পাড়ায়, জানান প্রতিবেশিরা। ফলত রাখীর বদলে নির্যাতিতা চিকিৎসকের পাড়ায় লাগানো হলো বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 4 =