নির্যাতিতার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল নেতৃত্ব।
ধর্ষিতা নাবালিকার পাশে দাঁড়ালো তৃণমূল। শুক্রবার সকালে ওই নাবালিকার বাড়িতে গেলেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ। নির্যাতিতার বাবার সাথে দেখা করেন। আশ্বাস দেন দোষীদের যতদিন না শাস্তির ব্যবস্থা হচ্ছে ততদিন ওই পরিবারের পাশে থাকবেন। পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করেন গোপাল বাবু। যে বাড়িতে ঘটনাটি ঘটেছিল সেই বাড়ি যান তিনি।
গোপাল শেঠ এর অভিযোগ বিজেপি এইসব ঘটনা ঘটিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরীর চেষ্টা করছে , আমরা তা হতে দেব না। মেয়েটির পক্ষে সরকারি আইনজীবীরা আজকে দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি। মেয়েটির বাবা জানান দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চান তিনি
উল্লেখ্য গাইঘাটা থানার চড়ুইগাছি গ্রামে গতকাল দুপুরে ধর্ষিতা হয় বছর ১৫ নাবালিকা । অভিযোগ তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। উল্টে এক যুবক তার মুখে জোর করে জামা গুঁজে দেয়। অভিযোগ তারপর তাকে ধর্ষণ করা হয়। বাড়ির মালকিন ও ধর্ষণের সময় নাবালিকাকে উদ্ধার করতে আসেনি।
গাইঘাটা থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়I পুলিশ ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতা করার অভিযোগে এক বিজেপি নেত্রী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে।