আর কদিন বাদে আসন্ন কালি পূজা ও ছট পূজা উৎসব। তাই মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগ ও মালদহের বামনগোলা থানার সহযোগিতায় আসন্ন দীপাবলি ও ছট পূজা উপলক্ষে শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ। তারই অঙ্গ হিসাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতন মূলক প্রচার বামনগোলা পুলিশ প্রশাসনের। শনিবার সকালে বামনগোলা থানার পক্ষ থেকে শব্দবাজি না ফাটানোর জন্য এক রেলির মাধ্যমে সচেতন মূলক প্রচার করা হয়। এদিন পাকুয়াহাট ফাঁড়ি থেকে বামনগোলা থানার আইসির নেতৃত্বে রেলি বের করা হয়। যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষ হয় ফাঁড়ির সামনে। শব্দবাজি ফাটানো আইনত দণ্ডনীয় অপরাধ। সেই পরিপ্রেক্ষিতে এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে শব্দবাজি না ফাটানোর জন্য প্রচার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + eight =