নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ডাম্পার ঢুকে গেল চায়ের দোকানে,মৃত ৪, আহত ১।

নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ডাম্পার ঢুকে গেল চায়ের দোকানে,মৃত ৪, আহত ১।

সাতসকালে মুর্শিদাবাদে পথদুর্ঘটনা।নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে চায়ের দোকানে পাথরের ডাষ্ট বোঝাই ডাম্পার ঢুকে মৃত্যু হল ৪জনের।ঘটনায় গুরুতর আহত আরও এক ব্যাক্তি।শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার ভালকুন্দি গ্রামের মোড়ে।জানা গিয়েছে, এদিন সকালে রামপুরহাটের দিক থেকে পাথর ডাষ্ট বোঝাই ডাম্পারটি শেরপুরের দিকে যাচ্ছিল।সেই মুহূর্তে ভালকুন্দি মোড়ে বেপরোয়া গতিতে আসা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। সেই সময় চা দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছিলেন ওই পাঁচ ব্যক্তি।দোকান মালিক কোনক্রমে পালাতে সক্ষম হলেও বেঞ্চে বসে থাকা বাকীদের মধ‍্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের।বাকী আহতদের খড়গ্রাম গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।আহত মুজিব সেখকে প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।দুর্ঘটনায় মৃত হেফজল সেখ (৬২), প্রকাশ মার্জিত (৩২), আলামিন সেখ (৬৫) এদের বাড়ি ভালকুন্দি গ্রামে।মৃত উজ্জ্বল সেখ (১৮) এর বাড়ি দিয়ারা গ্রামে।অপরদিকে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ। যদিও চালক ও খালাসি পলাতক।পথদুর্ঘটনায় এলাকার চার জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 6 =