নিয়োগপত্র হাতে না পেলে গণ আত্মহত্যার হুমকি জলপাইগুড়ির টেট পাশ চাকরি প্রার্থীদের।

নিয়োগপত্র হাতে না পেলে গণ আত্মহত্যার হুমকি জলপাইগুড়ির টেট পাশ চাকরি প্রার্থীদের।

সোমবার ২০১৪ সালের প্রাইমারি টেট পাশ ট্রেন্ড নন ইনক্লুডেড প্রার্থীদের একতা মঞ্চ আন্দোলনে নামে।এদিন হাকিমপাড়া এলাকায় প্রার্থীরা জমায়েত হয়।সেখান থেকে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। এরপর বিভাগীয় কমিশনারের দফতরের সামনে হাজির হয়ে সেখানেই বিক্ষোভ শুরু করেন তারা।তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়ার পরেও মন্ত্রীরা ভুল বার্তা দিচ্ছেন। কবে পুরণ হবে তাদের দাবি পরিস্কার করে বলা হচ্ছে না। রাজ্যের প্রায় ৬-৭ হাজার প্রার্থী বিপাকে পড়েছেন। এদিন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার পাশাপাশি রাজ্যের পাঁচটি বিভাগের প্রধানকে সোমবার নিজেদের দাবী তুলে দিলেন চাকরি প্রার্থীরা। দ্রুত চাকরির নিয়োগ পত্র না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিলেন আন্দোলনকারীরা।
টেট পাশ একতা মঞ্চের সভাপতি অচিন্ত ধারা বলেন,”আশা করি মুখ্যমন্ত্রী আমাদের চাকরির দ্রুত ব্যবস্থা করবেন।এরপরেও দাবি পুরণ না হলে গণ আত্মহত্যার পথ বেছে নিতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 8 =