নুপুর শর্মার বিরুদ্ধে কাঁথি থানার অভিযোগ দায়ের সুপ্রিম কোর্টের আইনজীবীর।
নুপুর শর্মা বিতর্কিত মন্তব্যের জেরে উত্তর রাজ্য রাজনীতি। জানা যাচ্ছে, এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সোহেল কাঁথি থানায় এই ধর্ম বিদ্বেষ মূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন এবং নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি তোলেন।এই অভিযোগের কপি দেশের স্বরাষ্ট্র দপ্তর, দিল্লির পুলিশ কমিশনার, রাজ্যের ডিজি সহ জেলা পুলিশ সুপারকে পাঠানো হয় তার প্রতিলিপি। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী, সাম্প্রদায়িক সম্প্রীতি কারোর বক্তব্যের জন্য ভাঙ্গলে ঐ ব্যাক্তিকে গ্রেপ্তার করতে হবে। সেই মর্মে এই অভিযোগের ভিত্তিতে একটি মামলা শুরু হয়েছে। যার বিবরণ যথাক্রমে, এই অভিযোগের ভিত্তিতে কাজ না হলে আগামী সোমবার মহামান্য সুপ্রিম কোর্টে এই বিষয় আবারো আবেদন করবেন বলেই জানা যাচ্ছে।