নুলিয়াদেরতৎপরতায় উদ্ধার হল দুই স্কুল ছাত্র।স্কুল ছুট দুই বাচ্চাকে উদ্ধার করল দীঘা থানা পুলিশ। আজ সকালে সিবিচের ধারে ঘোরাফেরা করা অবস্থায় কর্তব্যরত নুলিয়াদের চোখে পড়ে দুই অল্পবয়সী বাচ্চা । তখনই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে দীঘা থানায় খবর দেয়া হলে পুলিশ দীঘা থানায় ২বাচ্চাকে নিয়ে আসে এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনায় জানা যায়। সাবরা রামকৃষ্ণ বিদ্যালয়ের দুই ছাত্র কবীর বয়স ১০,ও সাবিউল খান বয়স ১১ ।কবীর আলী ষষ্ঠ শ্রেণির ছাত্র ও সাবিউল খান সপ্তম শ্রেণীর ছাত্র। গতকাল তারা বাড়ি থেকে দীঘা পালিয়ে আসে, রাত্রের সিবিচের ধারে কাটিয়ে দেয়। আজ সকালে নুলিয়াদের চোখে পড়লে তারা এই দুই ছাত্রকে উদ্ধার করে পরে দীঘা থানায় খবর দেয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে সাবিল খানে আজ ইংরেজি পরীক্ষা ছিল অপরদিকে কোভিদ আগামী কাল থেকে স্কুলের পরীক্ষা রয়েছে। সম্পর্কে দুই ভাই হয় বলে জানা গেছে। এবং এই দুই ছাত্রের পরিকল্পনা ছিল ট্রেনে করে বাইরে চলে যাওয়ার। গতকাল বাইক চালানোর সময় সাবিউল মা তার বাচ্চাকে বকাবকি করেন তার ফলেই তারা মেদিনীপুর বাসে করে দীঘা চলে আসে। আজ দিঘা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে পরে তাদের ।পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।