উলুবেড়িয়ার মৌবেশিয়ার বাসিন্দা পেশায় চিত্র শিল্পী কৈলাস পুরকাইত।নেউলকে ব্যবহার করে ছবি আঁকেন তিনি।তবে সেই নেউল ব্যবহার করে ছবি এঁকে বিপাকে উলুবেড়িয়ার চিত্র শিল্পী কৈলাস পুরকাইত।এদিন একটি নেউল ব্যবহার করে একটি ছবি এঁকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেন চিত্র শিল্পী।সেই পোষ্ট দেখার পরই পরিবেশ কর্মীরা ওই চিত্রশিল্পীর বিরুদ্ধে বনদপ্তরে অভিযোগ করেন।সেই অভিযোগের ভিত্তিতেই বনদপ্তরের একটি টিম তার বাড়িতে অভিযান চালায়।নেউলটিকে উদ্ধার করে বন দপ্তর।যদিও শিল্পী সেই সময় বাড়িতে ছিলেন না।বনদপ্তর শিল্পীর পরিবারের সদস্যকে বনদপ্তরে গিয়ে দেখা করার কথা জানান।নেউলকে নিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়েন চিত্র শিল্পীর স্ত্রী।