সকাল ৯ টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে নেতাজি সুভাষ চন্দ্রের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। পতাকা উত্তোলনের পর প্রশাসনিক ভবন চত্বরে কুচকাওয়াজকে অভিবাদন করেন জেলা শাসক। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবন চত্বরে।