নৈশ কার্ফু নিয়ে আরোও কড়া প্রশাসন।

নৈশ কার্ফু নিয়ে আরোও কড়া প্রশাসন।

বিগত দুই বছর ধরে করোনার সাথে লড়াই চলছে বিশ্বের।রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও।তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই রাজ্যে এখনও জারি রয়েছে একাধিক বিধি-নিষেধ।বিধি-নিষেধের রাশ পুরোপুরি আলগা করতে রাজি নয় রাজ্য সরকার।লোকাল ট্রেন এখনই চালাতে রাজি নয় সরকার।জারি রয়েছে নাইট কার্ফু।রাত ৯ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি।কদিন আগেই নাইট কার্ফু নিয়ে একটি কড়া নির্দেশিকা দেওয়া হয়েছিল নবান্নের তরফে।কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে বিধি পালন করছেন না জনগণের একাংশ।যার ফলে নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় আরও কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে।
মঙ্গলবার করোনা বিধি মানা নিয়ে জেলাগুলিকে আরও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।নির্দেশিকা জারি হওয়া সত্তেও বিধিনিষেধ অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ এবং বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট মানছে না বলে অভিযোগ আসছে।তাই সংক্রমণের কথা মাথায় রেখেই সমস্ত পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বলা হয়েছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য।আন্তঃরাজ্য সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তগুলিতেও নাকাচেকিং বাড়িয়ে দেওয়ার নির্দেশ নিয়েছে নবান্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − fourteen =