নৈহাটির শোরুমে যুবকের হত্যার ঘটনার পুনর্নির্মাণ

নৈহাটির শোরুমে যুবকের হত্যার ঘটনার পুনর্নির্মাণ

অপরাধীদের নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করলো নৈহাটি থানার পুলিশ। গত বুধবার গাড়ি কিনতে আসা সাদ্দাম হোসেন এর মৃতদেহ উদ্ধার হয় শোরুমের বাথরুম থেকে। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, কিস্তির টাকা না শোধ করতে পারায়, শোরুম কর্তৃপক্ষ সাদ্দাম এর উপর নির্মম অত্যাচার করে। প্রথমে মারধর এবং পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। অন্তর্তদন্তে ধৃতদের মধ্যে রোহন সিংকে গতকাল ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ। অপরাধীদের বয়ান মিলিয়ে দেখতে আজ পুনরায় রোহনকে নিয়ে আসা হয় শোরুমে। পুনর্নির্মাণ করানো হয় গোটা ঘটনার। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ভাঙা লাঠি। সাদ্দামকে মারবার জন্য সম্ভবত এই লাঠি গুলিই ব্যবহার করেছিল অপরাধীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =