নৈহাটি রেল আবাসনের পরিত্যক্ত খালি কোয়াটার আরপিএফ তাদের নিজের অধীনে আনতে গিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু তৃণমূল এবং বিজেপির মধ্যে।তৃণমূলের দাবি, কোন মানুষকে এভাবে উচ্ছেদ করা যাবে না। যারা বসবাস করছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়ে তারপর উচ্ছেদ করতে হবে। রাজনৈতিক মহলের কথা যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে দিলে কোনোরকম উচ্ছেদ করা যাবে না। এরপর আরপিএফ যখন বিশাল ফোর্স নিয়ে যায় তখন তৃণমূলের লোকেরা বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।সেই স্থানে উপস্থিত ছিলেন তৃণমুলের সাধারণ সভাপতি সনৎ দে এবং নৈহাটি যুব তৃণমুলের সহ সম্পাদক রাজু বিশ্বাস ।অপরদিকে বিজেপির দাবি যেই কোয়াটারগুলিতে মানুষ বসবাস করে না সেগুলোই শুধু রেল নিজের অধীনে নিচ্ছে। এভাবেই শুরু হয় দু দলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর
Home জেলা