নৈহাটি স্টেশনে উদ্ধার কয়েক লক্ষ টাকা। মঙ্গলবার দুপুরে সারপ্রাইজ চেকিং চালায় নৈহাটি জিআরপি। আর তাতেই বাজিমাত। বেলা ১২ টায় আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হওয়ায়, তৎক্ষণাৎ তল্লাশি চালায় জিআরপি। তল্লাশিতেই উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা। জিআরপি সূত্রে খবর, অভিযুক্ত যুবক, টিটাগড়ের বাসিন্দা অভিষেক সোনকার(২৪)। অভিযুক্তকে আটক করে নৈহাটি জিআরপির আধিকারিকরা। কোথা থেকে এত টাকা সে পেলো, বা সেই টাকা সে কোথাও নিয়ে যাচ্ছিল, তাই নিয়ে তদন্ত চালাচ্ছে রেল পুলিশ।