নোটিস ছাড়াই কাজ বন্ধ, কারখানার গেটের সামনে রাজ্য সড়ক অবরোধ শ্রমিকদের।

নোটিস ছাড়াই কাজ বন্ধ, কারখানার গেটের সামনে রাজ্য সড়ক অবরোধ শ্রমিকদের।

কালি পুজোর মুখে কর্মহীন হয়ে পরলো শ্রমিকরা।রাত পোহালেই কালিপুজো। আর ঠিক কালি পুজোর মুখে হটাৎ কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৫৫০ জন শ্রমিক।ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর থানার দারিকা শিল্প তালুকের। নোটিস ছাড়াই শ্রমিকদের কাজ বন্ধ করে দিলেন কারখানা কর্তৃপক্ষ।এদিন বুুুধবার সকালে কারখানার কাজে যোগ দিতে এসে কারখানায় গেট বন্ধ দেখেন শ্রমিকরা।কাজে যোগ দিতে না পেরে চরম বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা।কারখানার গেটের সামনে এবং বিষ্ণুপুর সোনামুখী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের মধ্য দিয়ে কর্মহীন শ্রমিকদের কাজে ফেরানোর দাবি তুললেন তারা।অনান্য দিনের মতো বুধবার সকালে বিষ্ণুপুরের দ্বারিকা শিল্প তালুকে রোহিত ফেরোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানীর নামক কারাখানায় শ্রমিকরা
কাজে যোগ দিতে এসেছিলেন।অভিযোগ এদিন কারখানায় ঢুকতে গেলে বাধা দেয় কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা।নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেয়, কারখানার কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজে যোগ দিতে পারবেন না শ্রমিকরা।নোটিস ছাড়াই কারখানা কর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেন শ্রমিকরা। নোটিস না দিয়ে কিভাবে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গেট বন্ধ ও কাজ বন্ধ করে দিলেন তা অজানা শ্রমিকদের কাছে।কর্মহীন হয়ে দিশেহারা এই কারখানার প্রায় ৫৫০ জন শ্রমিক।তাদের অভিযোগ,নিয়ম বহির্ভূত কাজ করছেন কারখানা কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =