নোয়াপাড়া থানার হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।
নোয়াপাড়া থানার কর্মরত হোমগার্ড ঊমা দাস হালদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গারুলিয়া। জানা গিয়েছে,সোমবার সন্ধ্যের পর গারুলিয়া মেন রোডের পিনকল মোড়ের একটি আবাসন থেকে উদ্ধার করা হয় হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ। যদিও পরিবারের লোকের অভিযোগ,তাদের জামাই তাদের মেয়েকে রোজ মারধর করতো। তারপরই তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। উমা দাস হালদার নোয়াপাড়া থানার হোমগার্ডে কর্মরত ছিলেন।সোমবার সকালে ডিউটিতে যোগ না দেওয়ায় সন্দেহ হয় তার সহকর্মীদের। বেশ কয়েকবার ফোন করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি।
এরপর পরিবারের লোকজনকে খবর দেয় তার সহকর্মী।পরিবারের থেকেও বেশ কয়েকবার ফোন করা হলে তারাও পাইনি কোনো উত্তর। ফলে সন্দেহ হয় পরিবারের। তারপর সন্ধ্যের পর নোয়াপাড়া থানার পুলিশের সহযোগিতায় ফ্ল্যাটের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঊমার মৃতদেহ।পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ঊমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত তার স্বামী সৌমেন কুমার মন্ডল। দোষীর কঠোর শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ মৃতার পরিবার।