ন্যূনতম বেতন ও স্থায়ীকরণের দাবিতে গঙ্গাসাগরে ভেশেল বন্ধ করে বিক্ষোভ ।

ন্যূনতম বেতন ও স্থায়ীকরণের দাবিতে গঙ্গাসাগরে ভেশেল বন্ধ করে বিক্ষোভ ।

ন্যূনতম বেতন ও স্থায়ীকরণের দাবি নিয়ে রবিবার গঙ্গাসাগরের ভেশেল বন্ধ করে বিক্ষোভ তৃণমূল ইউনিয়ন কর্মী সংগঠনের কর্মীদের। আর তাদের বিক্ষোভের জেরে ঘন্টাখানেকের জন্য বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। সমস্যার সম্মুখীন হয় গঙ্গাসাগরের পুণ্যার্থী থেকে নিত্যযাত্রীরা। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে। বিক্ষোভকারীরা জানান , স্থায়ী কর্মীরা ঠিকঠাক মতন বেতন পায়। কিন্তু অস্থায়ী কর্মীরা বেতন ঠিকঠাক পান্ না। ন্যূনতম বেতন দিতে হবে এবং অস্থায়ী থেকে স্থায়ীকরণ করতে হবে। এর পাশাপাশি বেতন বৃদ্ধি করতে হবে আর সমকাজে সমবেতন দিতে হবে। এমনই দাবি নিয়ে গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাট ভেসেল বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। তবে তারা জানান তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চালিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + nineteen =