নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তান কে ফিরে পেলো বিহারের পরিবার ।
মনোজ পাসোয়ান, বিহারের বাঁকা জেলার বাসিন্দা । এক দিকে মায়ের মৃত্যু পাশাপাশি গুরুতর অসুস্থ হওয়া বৌদিকে বাঁচাতে নাজেহাল মনোজ । চিকিৎসকেরা বলেছিলো দ্রুত রক্ত দিতে হবে তার বৌদিকে, বৌদিকে বাঁচাতে নিজেই রক্ত দিয়েছিলো মনোজ । পারিবারিক একের পর এক সমস্যায় কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়ে যায় বছর ২৬ এর মনোজ । ২০২১সালের শেষের দিকে কলকাতার এ জে সি বোস রোড থেকে মনোজ কে উদ্ধার করে মিশনারি অফ চ্যারিটির সিস্টাররা । তারপর তাকে পাঠানো হয় হাওড়ার চ্যারিটির নবজীবন শাখায় । সেখানেই চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলেও তার বাড়ির ঠিকানা বলতে পারছিলো না সে । নবজীবন শাখার ফাদার যোগাযোগ করে কলকাতা রেডিও ক্লাবের সাথে । রেডিও ক্লাবের সদস্য অম্বরীষ নাগ বিশ্বাস তার রেডিও ও ফেসবুক সহ একাধিক সোশ্যাল মিডিয়াতে মনোজের ছবি দিয়ে পরিবারের খোঁজ শুরু করে । ফেসবুকে মনোজের ছবি দেখে বিহারের বাকা জেলার মনোজের গ্রামের পঞ্চায়েতের মুখিয়া রবি সিংএর নজরে আসে । সেখান থেকে মনোজের বাবা ভাইয়ের ছবি পাঠানো হয় নবজীবনের ফাদারের মোবাইল, সেই ছবি দেখে মনোজ চিনতে পারে তাদের পরিবারের সদস্যদের। এরপর ভিডিও কলিং করে মনোজের সাথে কথা বলানো হয় । ১০ নভেম্বর যোগাযোগের পর আজ মনোজের বাবা মামা মামী হাওড়া এসে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় মনোজ কে।
