পঁচেটগড় হাইস্কুলে ১৫-১৮ বয়সীদের কোভিড টিকাকরণ।

পঁচেটগড় হাইস্কুলে ১৫-১৮ বয়সীদের কোভিড টিকাকরণ।

করোনার বিরুদ্ধে ভয় নয়। আতঙ্ক নয়।বিধি মেনে লড়ে লড়াই জিতে নেওয়ার চ্যালেঞ্জ।সেই লড়াইয়ে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ অধ্যায়। করোনার সঙ্গে লড়তে এবার ছোটরাও হবে ‘ফুলপ্রুফ’।রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি বুধবার পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেটগড় হাই স্কুলে শুরু হলো ১৫ থেকে ১৮ বছর বয়সের কোভিড টিকাকরণ।বুধবার সকালে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের জন্য লম্বা লাইন দেখা যায় পঁচেটগড় হাইস্কুলে। মাস্ক পরে এবং দূরত্ব বজায় রেখেই টিকাকরণ প্রক্রিয়া চলছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।এদিন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ৪৫০ জন পড়ুয়াকে কোভিড টিকা দেওয়া হয়। টিকা নিতে আসা ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল দেখার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + eleven =