পঃ বর্ধমান-আসানসোল ট্রেনে হঠাৎই ধোঁয়া,হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে।
পশ্চিম বর্ধমান-আসানসোল ট্রেনে আচমকাই ধোঁয়া দেখতে পায় যাত্রীরা।যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস ডাউন লাইনে ঘটনাটি ঘটে।রবিবার রাতে ঠিক সীতারামপুর স্টেশনের সামনে ঘটনাটি ঘটে।জানা গেছে,ট্রেনের বগির নিচে থাকা ব্যাটারি থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা।আতঙ্ক ছড়িয়ে পড়তেই যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করে জীবন বাঁচাবার জন্যে।যদিও এই ঘটনায় সেইরকম কেউ আহত হয়নি।তবে অল্প আহত হয়েছে বেশ কিছু যাত্রী।সীতারামপুর স্টেশনে প্রায় ঘন্টাখানেক ট্রেন দাড়িয়ে থাকে শিয়ালদহ বালিয়া এক্সপ্রেস।প্রায় ঘন্টাখানেকর পর মেরামতির পরে ট্রেনটিকে ছেড়ে দেওয়া হয় শিয়ালদহের উদ্দেশ্যে।