আজ পৌরসভা ও স্বাস্থ্য দফতর যৌথ অভিযান চালিয়ে অনির্দিষ্টকালের জন্য দিনহাটায় বন্ধ করে দেওয়া হল সব বিরিয়ানির দোকান। দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় বিরিয়ানির দোকানে হানা দেওয়া হয়, কোথাও পাওয়া যায় পচা দুর্গন্ধযুক্ত মাংস, আবার কোথাও খাবার রং করার রাসায়ানিক। বিরিয়ানির দোকানগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ দেখে চক্ষুচড়কগাছ আধিকারিকদের। অবিলম্বে দিনহাটা শহরের সমস্ত দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিরিয়ানির দোকানের ব্যবসায়ীদের আগামী কালের মধ্যে তাদের ফুড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নিয়ে পৌরসভায় আসার কথা বলা হয়েছে।
দিনহাটা পৌরসভার সূত্রের খবর বেশ কিছু দিন ধরেই দিনহাটা শহরের অলিতে গলিতে গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানগুলির বিরুদ্ধে গ্রাহক ও ক্রেতাদের কাছ থেকে অভাব-অভিযোগ আসছিল। আর তা সরজমিনে খতিয়ে দেখতে যান দিনহাটা পৌরসভা এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরী, দিনহাটা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল- সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা।