পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের

হুগলীর খানাকুল ১ নম্বর ব্লকের পোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।পঞ্চায়েত প্রধানের একের পর এক বেনিয়ম ও অশালীন আচরণের প্রতিবাদে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাছেন গ্রামের মানুষ। ঘটনাটি । ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে এলাকায়। ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে
ব্যবসায়ী বাবুলালের অভিযোগ তার কাছ থেকে মাঝে মধ্যে টাকা চায়। প্রধানের লোকজনেরা বিভিন্ন সময় হুমকি দেন, তারা প্রধানের এই আচরণ থেকে মুক্তির দাবিতে থানার দ্বারস্থ হয়েছেন।
প্রধান অধরা থাকার পর সোমবার সকাল থেকেই পঞ্চায়েতের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার সাধারন মানুষ। প্রধানের অপসারণের দাবিতে ওঠে স্লোগানে। চলে দফায় দফায় বিক্ষোভ। বাবুলালের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের জ্বালায় সাধারণ মানুষের পঞ্চায়েতে আসা দুঃস্কর হয়ে উঠেছে। বেশিরভাগ সময়ই তিনি অপ্রকৃতস্থ অবস্থায় থাকেন। পঞ্চায়েতের কর্মীদের সাথেও অত্যন্ত দুর্ব্যবহার করেন প্রধান। কর্মীরা ভয়ে মুখ খুলতে পারেন না। তাই প্রধানের অপসারণের দাবিতে এলাকার মানুষ পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। এতে কোনও রাজনৈতিক গন্ধ নেই। এলাকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ এটি।
পঞ্চায়েত প্রধানের এই কর্মকাণ্ডকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, এটা হওয়ারই ছিল। মানুষ বুঝতে পারছে।
যদিও পঞ্চায়েত প্রধান আশিক ইকবালের সঙ্গে দেখা করতে গেলে উনি কোনো কথা বলতে রাজি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + one =