পঞ্চায়েত সদস্য কে খুনের চেষ্টা, না পেয়ে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি আই এস এফ এর বিরুদ্ধে, আটক ৩।

পঞ্চায়েত সদস্য কে না পেয়ে তার ২ সঙ্গীকে বেধড়ক মারধর অভিযোগ উঠেছে আই এস এফ ও বিজেপির বিরুদ্ধে। বসিরহাট মহকুমা হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের পুরাতন কামারগাঁতী গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামেরই তৃণমূলের পঞ্চায়েত সদস্য আতিয়ার মোল্লার উপর দীর্ঘদিনের পুরনো আক্রোশ এবং তার জেরেই বারবার হামলার চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে তার ২ সঙ্গীকে মারধর করার অভিযোগ ওঠে গতকাল বৃহস্পতিবার রাত্রে। কামারগাতী বাজারে পঞ্চায়েত সদস্যের দুই সঙ্গী আনুমানিক ৪৫ এর বছরের, হায়াত আলী সরদার ও আনুমানিক ৬০এর বছরের, সুনীল মণ্ডল বাজার থেকে লুডু খেলে বাড়ি ফিরছিলেন। অবশেষে রাস্তায় ৯ জনের একটি দল এদের দুজনের উপর হামলা চালায় , বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় হায়াত আলী সরদার ও সুনীল মণ্ডল আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় ৯,জনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হায়াত আলী সরদার ও সুনিল মন্ডলের পক্ষ থেকে। ইতিমধ্যে পুলিশ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ওই ৯ জনের অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার সমাজ বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছিল। ২০২১ সালের মিনাখা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বর্তমান তৃণমূল বিধায়িকা ঊষা রানী মন্ডলের কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল এই ৯ জন অভিযুক্তদের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − eighteen =