পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র সহ ডোমকলে ধৃত এক । গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতের দিকে মুর্শিদাবাদের ডোমকলের দক্ষিন গরিবপুর রেজালপাড়া এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয় একটি দেশী তৈরি পয়েন্ট ৩০৩ পাইপ গান এবং এক রাউন্ড গুলি। ঐ বাড়ি থেকেই একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায় ধৃতের নাম মইনুদ্দিন মন্ডল (৪৮)। ধৃতের বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তারপরেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।