বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সেই ভোটের আগে তৃণমূল স্তরের সংগঠনকে মজবুত করতে বুধবার তমলুকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা অফিসে তমলুক সাংগঠনিক জেলার জয়হিন্দ বাহিনীর তালিকা প্রকাশ করেন জেলা সভাপতি বিমল ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান জ্যোতিপ্রসাদ দাস, তমলুক শহর তৃণমূল কংগ্রেসর সভাপতি তথা তাম্রলিপ্তি পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া সহ অন্যান্যরা।
এদিন তমলুক সাংগঠনিক জেলার ১১ টি ব্লক এবং ৩ টি শহর তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতির নাম প্রকাশ করা হয়।
পঞ্চায়েত ভোটের আগে দলকে আরও মজবুত করার লক্ষ্যে এই জয়হিন্দ বাহিনীর গঠন। আগামীদিনে এই বাহিনীর নেতৃত্বরা প্রান্তিক এলাকায় গিয়ে সাধারন মানুষের সাথে সংযোগ ঘটিয়ে তাদের সমস্যার কথা শুনে তা দূর করার কাজ করবে বলে জানান সংগঠনের সভাপতি বিমল ভৌমিক।