পঞ্চায়েত ভোটের আগে ফের বিরোধী শিবিরে ভাঙন।
পঞ্চায়েত ভোটের আগে ফের বিরোধী শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শতাধিক কর্মী সমর্থকরা। শুক্রবার রাত্রে সামসেরগঞ্জের নিমতিতা অঞ্চলের ২৩০ নম্বর বুথ থেকে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তারা। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নিমতিতা অঞ্চল তৃণমূল সভাপতি সামিউল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
