পটাশপুর থানার উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ

পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার উদ্যোগে রক্তদান ও বস্ত্রদানের আয়োজন করা হয় । কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পটাশপুর থানায় রক্তদান শিবির সহ কয়েকশ মানুষের হাতে শীত বস্ত্র বিতরণ করা হয়। পটাশপুর থানার পুলিশ প্রশাসনের এমন উদ্যোগে আপ্লুত সাধারণ মানুষ।
উপস্থিত ছিলেন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী, বিধায়ক উত্তম বারিক,এসডিপিও সেক বৈদ্যুজামান আহমেদ, ভগবানপুরের ওসি নাড়ুগোপাল বিশ্বাস,এগরার সিআই মানস কুমার সরকার সহ একাধিক নেতৃত্বরা,পটাশপুর পঞ্চায়েত সমিতির সদস্যরা।
দুঃস্থদের হাতে শাড়ি ও শীতবস্ত্র তুলে দেন এসডিপিও বিধায়ক,এবং বিডিও।
এই রক্তদান শিবিরে প্রায় পটাশপুর থানার মহিলা পুলিশ থেকে শুরু করে সিভিক পুলিশ সহ প্রায়১০০ জন মতো রক্ত দান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + five =