পড়ুয়ার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে পড়ুয়াকে ফিরিয়ে দিলো নৈহাটির জিআরপি।

মোবাইল প্রাপক পড়ুয়া সোনালী সর্দার, উত্তর ২৪ পরগনার জেলার কাঁচরাপাড়ার মনডৌরির বাসিন্দা। বর্তমানে সে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের মাস কমুনিকেশনের দ্বিতীয় বছরের ছাত্রী।
প্রতিদিনের মত সে কলেজে যাওয়ার সময় গত বছরের ২২ শে অক্টোবর নৈহাটি স্টেশনে তার কাছ থেকে মোবাইল ফোনটি খোওয়া যায়। পড়াশোনার জন্য তার ওই মোবাইলটাই ছিল তার একমাত্র ভরসা। অবশেষে নৈহাটি জিআরপির দ্বারস্থ হলে সহানুভূতির হাত বাড়িয়ে দেন। জিআরপির বড়বাবু বাসুদেব মল্লিক ছাত্রীর পড়াশোনার জন্য নিজের বাড়ীর একটি মোবাইল ফোন অস্থায়ীভাবে ছাত্রীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে ছিলেন।
আজ অপরাহ্ণে নৈহাটি জিআরপির সাব-ইন্সপেক্টর দীপক কুমার বিশ্বাসের তৎপরতায় খোয়া যাওয়া ফনটি উদ্ধার করে ছাত্রীটির হাতে তুলে দেওয়া হয় । ফোন ফিরে পেয়ে ছাত্রী নৈহাটি জিআরপির পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + eleven =