পথদুর্ঘটনায় মহিলার মৃত্যু, রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর স্থানীয়দের
পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে উত্তেজনা, ভাঙচুর করা হলো ঘাতক গাড়িটিকে, ঘটনায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। এলাকার বাসিন্দা দের অভিযোগ দীর্ঘক্ষন অবরোধের পরও ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়নি পুলিশ। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশচাবড়ী এলাকায়।স্থানীয়রা জানান- শনিবার বিকেলের পর তমাল সামন্ত নামে পলাশচাবড়ী এলাকার বাসিন্দা এক ব্যক্তি তার স্ত্রী শেফালী সামন্ত কে নিয়ে বাইকে চড়িয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় ওভারলোড একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কা লেগে ওই মহিলা রাজ্য সড়কে পড়ে গেলে, মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান- দীর্ঘদিন ধরেই পলাশচাবড়ী থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাটি বেহাল। রাস্তা পরিণত হয়েছে বড় বড় গর্তে। এই বেহাল রাস্তার কারণেই দুর্ঘটনা বলে দাবি এলাকাবাসির।দুর্ঘটনা ঘিরে চরম উত্তেজনায় চন্দ্রকোনার পলাশবাড়ী এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।