পথে নেমেছেন গুড়াপ থানার পুলিশ আধিকারিকেরা

পথে নেমেছেন গুড়াপ থানার পুলিশ আধিকারিকেরা

জাতীয় সড়কের দূর্ঘটনা এড়াতে এবার পথে নেমেছেন হুগলির গ্রামীণ হুগলির গুড়াপ থানার পুলিশ আধিকারিকেরা এবং কর্মীরা।হুগলির গ্রামীণ পুলিশ সুপারের আমানদিপ সিং এর নির্দেশ মত এই কর্মকান্ড হচ্ছে বলে জানিয়েছেন হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানার আধিকারিকেরা এবং হুগলির গুড়াপের স্থানীয় বাসিন্দাদের একাংশ।অভিযোগ স্থানীয়দের,যানবাহন চালক থেকে দূর দুরান্ত যানবাহনের সায়োয়ারি ও পর্যটকদের এবং অনান্য দুচাকা,চার চাকা যানবাহন চালকদের।
দীর্ঘদিন ধরেই দূর্গাপুর হাইওয়েজের(এন এইচ-2)এর আধিকারিকদের হুগলি জেলার গ্রামীণ পুলিশের গুড়াপ থানার ওসি প্রসেনজিৎ ঘোষ পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন।জাতীয় সড়কের বিভিন্ন জায়গাতেই বড় বড় গড়তো হয়ে রয়েছে।এর ফলে প্রায় বা হামেসাই দুর্ঘটনার মধ্যে পরছেন। যানবাহনের যাত্রীরা জখোম,আহত ও মৃত্যু বরণ করছেন।অভিযোগ করবার পরেও দূর্গাপুর হাইওয়েজের কর্তৃপক্ষের কোন হিলদোল নেই।তাই রবিবার থেকেই হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানার আধিকারিকেরা। হুগলির ও পূর্ব বর্ধমান বর্ডার থেকে জাতীয় সরক(এন এইচ-2)দুর্গাপুর হাইওয়েজের উপর যে সমস্ত জায়গায় গরতো বা দুর্ঘটনার কবল সেই সব জায়গার সারানোর কাজ করেন।এই সেফ লাইফ সেফ ড্রাইভ কর্মকান্ডের উদ্দেশ্য একটাই যানবাহন চলাচলের সুরক্ষিত ও যানবাহনের যাত্রায় যাত্রীদের সুরক্ষিত রাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − two =