ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার সোনাখালি এলাকায়। মৃত মহিলার নাম গীতা রানী বৈদ্য (৫০)।
ঘটনা সূত্রে জানা যায় , আটো করে বাড়ি ফেরার পথে চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত গীতারানী। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাসন্তীর একটি নার্সিংহোমে। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই মহিলার। ঘটনা শোকের ছায়া গোটা পরিবারে।