মুর্শিদাবাদের কান্দি থানার যশোহরী গ্রামে মোটর বাইক ও ছোট গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার এবং গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। জানাগিয়েছে সিজয় শেখ নামের এক ব্যক্তি মোটরবাইকে করে কান্দি থেকে ডাক্তার দেখিয়ে তার মাকে নিয়ে বড়ঞা থানার অন্তর্গত বেলডাঙা গ্রামে বাড়ি ফিরছিলেন তখনই কান্দি থানার যশহরী এলাকায় বহরমপুর সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর মোটরবাইক ও ছোট গাড়ির সংঘর্ষ হয় আর যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ৬৫ বছর বয়সি হাসনা বানু বিবির, এবং গুরুতর যখন হন হাসনাবানু বিবির ছেলে মোটরবাইক আরোহী সিজয় শেখ। আহত অবস্থায় সিজয় শেখকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কান্দি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করেন কান্দি মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা পর আহতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে ওই ঘটনায় আহত হন ছোট গাড়ির আরো চারজন, তাদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় এবং সামগ্রিক ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 8 =