পথ দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি,কন্যা-সহ ২ জনের মৃত্যু।
দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি। বীরভূমের ইলামবাজারে পণ্যবোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কন্যা-সহ ২ জনের।গাড়ির চালকের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার রাত ১২টা নাগাদ ইলামবাজারের চৌপাহাড়ি মোড়ে পথ দুর্ঘটনা ঘটে। দুর্গাপুর থেকে ইদের কেনাকাটা সেরে দুটি গাড়িতে করে বোলপুরে ফিরছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন, তাঁর স্ত্রী, শিশুকন্যা-সহ কয়েকজন। জানা যাচ্ছে,দেহরক্ষীর স্ত্রী ও শিশুকন্যার সঙ্গে তার বন্ধু মাধব কৈবর্ত ছিলেন একটি গাড়িতে।ওই গাড়িটিই দুর্ঘটনার কবলে পড়ে।উল্টোদিক থেকে আসা ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় তৃণমূল নেতার দেহরক্ষীর শিশুকন্যা ও বন্ধুর।ইতিমধ্যেই ডাম্পার চালক পলাতক।
উল্লেখ্য,কিছুদিন আগেই গরুপাচারকাণ্ডে সিবিআই আধিকারিকরা অনুব্রত-র এই দেহরক্ষীকেই জিজ্ঞাসাবাদ করেছিল।
ইতিমধ্যেই বিরোধীরা অনুব্রত মন্ডলের প্রাণহানির আশঙ্কা করছেন। তার মাঝেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ির দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।নিছকই সাধারণ দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ,প্রশ্ন উঠছে।
