পথ দুর্ঘটনা রুখতে নয়া কৌশল পুলিশের। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গাড়িতে গাড়িতে লাগিয়ে দেওয়া হচ্ছে স্টিকার। রাতের বেলা যাতে দুর্ঘটনা এড়ানো যায় তাই এই কৌশল। সাথে হাইকোর্টের রায় অনুযায়ী নতুন নির্দেশিকাও প্রচার করছে পুলিশ। শুক্রবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় হরিশচন্দ্রপুর স্ট্যান্ডের প্রচার অভিযান চালানো হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। কর্মসূচির নেতৃত্বে ছিলেন চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে। পথ চলতে বিভিন্ন গাড়িতে স্টিকার লাগানো হয় পুলিশের পক্ষ থেকে। রাতের অন্ধকারে দূর থেকে কোন গাড়ি এলে অনেক সময় আলোর কারণে বুঝতে সমস্যা হয়। যার ফলে ঘটে বহু দুর্ঘটনা। সেই দুর্ঘটনা এড়াতেই নয়া উদ্যোগ-পুলিশের। স্টিকার লাগানোর ফলে আলোর প্রতিফলন সঠিক ভাবে হবে। এছাড়াও হাইকোর্ট রায় দিয়েছে সন্ধ্যে ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জাতীয় সড়কে টোটো এবং ভুটভুটি চালানো যাবে না। সেই নির্দেশিকা অনুযায়ী প্রচার চালানো হয় পুলিশের পক্ষ থেকে। নয়া নির্দেশিকা জানিয়ে দেওয়া হয় টোটো এবং ভুটভুটি চালকদের। হেলমেট না পড়লে বা সঠিক কাগজপত্র না থাকলে বিভিন্ন মোটরবাইক কে থামিয়ে আইনানুগ ফাইনও করা হয় পুলিশের পক্ষ থেকে।

চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে বলেন, ”পথ চলতে বিভিন্ন গাড়ি থামিয়ে স্টিকার লাগানো হলো। সন্ধ্যের পর থেকে সকাল পর্যন্ত জাতীয় সড়কে টোটো বা ভুটভুটি চলবে না। হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী সেটাও সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। দুর্ঘটনার রুখতে বা কমাতে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =